তোমার কথা ভাবতে গেলে
তোমার কথা ভাবতে গেলে আমারও
গোলাপের কথাই মনে পড়ে--
কয়েকরকম গোলাপ যা তুমি
সময়ে সময়ে আমাকে দিয়েছিলে :
দেশি গোলাপ তো দিয়েছিলেই
কিছু বিদেশি গোলাপও দিয়েছিলে যেমন
মিশরী গোলাপ ওরফে ক্লিওপেট্রা গোলাপ!
আহা সেই গোলাপ দেবার দিন কিন্তু
তোমাকে সেই রকমই মনে হচ্ছিল!
আমি তো তখন এক ভয়ংকর শিহরণে কাঁপছিলাম!
আর একদিন তুমি দিয়েছিলে নীল গোলাপ--আহ্
নীল অপরাজিতার মতোই সে গোলাপ সেদিন
আমার দিকে বাড়িয়ে ধরতেই নীলে নীল
নীলাকার পৃথিবী আমার!
আবার একদিন আমাকে চমক সানে সারপ্রাইজ দিতে
দিয়েছিলে একটা অদ্ভুত বিচিত্র গোলাপ
যেটা হলুদ রঙের ছিল তবে তার কিছু পাপড়ি লাললাল ছিল!
তুমি বলেছিলে ওটা " চেঞ্জার গোলাপ" :
ফোটার পরে ও'ফুল নাকি কয়েকটা রঙ বদল করে!
তোমার কথা ভাবলে আজ এক এক করে
আমার ওই গোলাপের কথাই মনে পড়ে...