জনম দুখী মা
পৃথিবীতে এলাম যখন
কষ্টে কাতর ছিলেন যিনি;
তার মতো আপন কেউ
এই ভুবনে কেউ নেই জানি।
-
বুকের মধ্যে লুকিয়ে রেখে
কান্না চোখে হেসে থাকে;
সবকিছু ছেড়ে দিয়ে
সন্তানকে আগলে রাখে।
-
মেয়ে হয়ে জন্ম নিয়ে
কষ্টে কষ্টে জীবন গাথে;
তার মুখের হাসির মাঝে
জীবন সাজাই সুখে দুখে।
-
মা জননী সুখের পরশ
তার মমতায় জীবন সরস
সেই মায়ের পদতলে
সন্তানের বেহেশত আরশ।
-
মা তোমাকে মনে পরে
হাটতে চলতে ছবি ভাসে;
হাসি কাদি রাত্রি জাগি
মায়ের মুখটি শুধু হাসে।
-
ও মা তুমি থাকবে সুখে
দোয়া করি আল্লাহর কাছে;
তোমার স্থান বেহেশতের মাঝে
মরে গিয়ে থাকবো সাথে।
-
তোমার দোয়া সঙ্গে নিয়ে
জীবনে পেলাম সুখের দেখা;
ওপারে গিয়ে দোয়া করো
তোমার মুখে ভাষা শেখা।
।