আমি তোমার দিকে শুধু কান কেন
পুরো জান খাড়া করে রাখি, আর
তুমি আমার দিকে করুণায়ও কর্ণপাত
ভুলেও ভ্রুক্ষেপ করবে না: এ হতে পারে না,
এ আমার অস্তিত্ব মেনে নিতে পারে না।
তাই তোমার এ বেখেয়াল বেপরোয়া
আত্মমত্ত মগ্নতা ছিন্ন করতে,
( ওই পুষ্পশর নিক্ষেপের মতো) যা আমার
মন্ত্রতন্ত্র গুরুপৌরুষপামাথা ছুঁয়ে
অনিবার্য আমার কিছু শব্দঢিল
নিক্ষেপ করি অভীষ্ট তুমি'র লক্ষে....
হে আমার জাগর-স্বপ্ন সাধিত শব্দঢিল,
অমোঘ আঘাতে আচ্ছাদন সমূহ তার
করে দাও তুমি তছনছ স্তব্ধ, ঢিল.......
।
Comments