সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদীখানে মা ইলিশ রাখার দায়ে ৭ নারীসহ ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজদীখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার এ দন্ডাদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজদীখান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুচিয়ামোড়া বাজার ও ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে বাস,সিএনজি তল্লাশী করে ৪শ কেজী মা ইলিশসহ ১১ জনকে আটক করে সিরাজদীখান থানা পুলিশ । পরে ভ্রাম্যমান আদালতে আটক ১১জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদীখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার ।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদীখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন, সিরাজদীখান উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো.সাইফুর রহমান, উপ-পরিদর্শক মো.মোতালেব হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা যুধিষ্টি রঞ্জন পাল প্রমুখ। উদ্ধারকৃত মাছ উপজেলার ১৭ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় ।