স্বার্থসংঘাতের অভিযোগ এনে গত সপ্তাহে সাবেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে চিঠি পাঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান এবং ইন্ডিয়া সিমেন্ট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় বোর্ডের এথিক্স অফিসার ডিকে জৈন (অবসরপ্রাপ্ত বিচারক) তাকে উদ্দেশ্য করে চিঠি পাঠান।
তবে যাচাই-বাছাই শেষে স্বার্থসংঘাতের যোগঅভি থেকে মুক্তি দেয়া হয়েছে ‘দ্য ওয়াল’ খ্যাত এই ব্যাটিং কিংবদন্তিকে। কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স একই সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তার নিয়োগে সম্মতিও দিয়েছে।
সিওএ'র নতুন সদস্য লেফটেন্যান্ট জেনারেল রবি থোড়গে জানিয়েছেন, বল এখন ভারতীয় বোর্ডের নীতি নির্ধারক অফিসার ডি কে জৈনের কোর্টে। রাহুল স্বার্থসংঘাতের মধ্যে পড়ছে না।
তিনি বলেন, ‘রাহুলকে একটা নোটিশ দেয়া হয়েছিল। তবে আমরা তার নিয়োগের ছাড়পত্র দিয়ে দিয়েছি। তবে জৈন যদি এখনো মনে করেন এ বিষয়ের সঙ্গে স্বার্থসংঘাত জড়িত তবে আমরা আমাদের কথা জানাবো। কেন আমরা স্বার্থসংঘাতের কিছু দেখিনি সেটা প্রকাশ করবো