টেস্ট চ্যাম্পিয়নসশিপের প্রথম ম্যাচেও জয় পেল অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ০৬ আগস্ট, ২০১৯
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
ছবি : সংগৃহীত

ইতিহাসের প্রথম টেস্ট, প্রথম ওয়ানডে এবং টি-২০ ম্যাচের পর টেস্ট চ্যাম্পিয়নসশিপের প্রথম ম্যাচেও জয় পেল অস্ট্রেলিয়া। সোমবার সদ্য বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে ঘরের মাঠে ২৫১ রানের বড় ব্যবধানে হারিয়ে অ্যাসেজ সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের পর অজিরা ঘোষণা দিয়েছিল, অ্যাসেজে দেখা হবে। টেস্ট বিশ্বকাপ ছাড়িয়ে তাই এটা অ্যাসেজ সিরিজ। যার সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালের পর্যন্ত তুলনা চলে!

অস্ট্রেলিয়ার দারুণ এই জয়ের নায়ক স্টিভ স্মিথ। ক্যারিয়ারে প্রথমবার দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। তার জোড়া সেঞ্চুরিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১২২ রানে ৮ উইকেট হারায় অজিরা। স্মিথ ১৪৪ রানের ইনিংস খেলে মান বাঁচিয়ে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানের সংগ্রহ এনে দেন।

ইংল্যান্ড প্রথম ইনিংসে রোরি বার্নসের (১৩৩) সেঞ্চুরিতে তোলে ৩৭৪ রানের বড় সংগ্রহ। জো রুট এবং বেন স্টোকসদের ফিফটি দলকে প্রথম ইনিংসেই জয়ের পথ দেখিয়ে দেয়। ইংল্যান্ড প্রথম ইনিংসে পায় ৯০ রানের লিড। কিন্তু দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দুর্দান্ত ব্যাটিং করে। স্মিথ দ্বিতীয় ইনিংসে খেলেন ১৪২ রানের ইনিংস। বল টেম্পারিং কাণ্ডের পর ফেরার ম্যাচ দুর্দান্তভাবে স্মরণীয় করে রাখলেন তিনি। স্মরণীয় ইনিংস খেলেন দীর্ঘদিন পরে অজিদের টেস্ট দলে ফেরা ম্যাথু ওয়েডও। তিনি খেলেন ১১০ রানের ইনিংস। 

এছাড়া উসমান খাজা-জেমস প্যাটিনসনদের ফিফটি ছুঁইঁছুই রানে ৭ উইকেটে ৪৮৭ রান তোলে অস্ট্রেলিয়া। লিড ৩৯৭ হলে ইনিংস ঘোষণা করে। পরে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড নাথান লায়ন এবং প্যাট কামিন্সের তোপে ধসে যায়। অলআউট হয় ১৪৬ রানে। লায়ন দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ নেন ৯ উইকেট। কামিন্স দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। প্রথম ইনিংসে তার ঝুলিতে আসে ৩ উইকেট।

দারুণ এই জয়ে প্রতিপক্ষ প্রথম ইনিংসে ৯০ বা তার বেশি রানের লিড নেওয়ার পর সবচেয়ে বড় জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ভাঙল ৫২ বছর আগের রেকর্ড। এর আগে ১৯৬৭ সালে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া ১২৬ রানের লিড নেয়। অথচ অজিরা শেষ পর্যন্ত ম্যাচটা হারে ২৩৩ রানে। গলে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলংকা লিড নেয় ১৬১ রানের। কিন্তু লংকানরা ১৯৭ রানে হারে ম্যাচটা।

এছাড়া ইংল্যান্ড ঘরের মাঠে অজিদের বিপক্ষে লিড নেওয়ার পরও ১৯৮২ সালের পর এই প্রথম হারের স্বাদ পেল। ওভালে ১৯৮২ সালে ৩৮ রানের লিড পাওয়ার পরও হারে ইংল্যান্ড। ১৯৮১ সালে ট্রেন্ট ব্রিজে ৬ রানের লিড নেয় ইংল্যান্ড। ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ১৯৬১ সালে ম্যানচেস্টারে ইংলিশরা লিড নেয় ১৭৭ রানের। শেষ হাসি হাসে অজিরা। এবার ৯০ রানের লিড নেওয়ার পরও জয় উৎসব করল অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরি করা স্টিভ স্মিথ হয়েছেন ম্যাচ সেরা।


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

তুরস্ক ও মিশর থেকে চট্টগ্রাম…

মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০১৯

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

১৬ নভেম্বর, ২০২৪
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭