মাদকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী, বিক্ষোপ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের সচেতন নাগরিক ও যুব সমাজের উদ্যোগে মাদকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী সহ মাদক বিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫টায় কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের আলদি মহাসড়কের আলদি ব্রীজ সংলগ্নে এ বিক্ষোভ মিছিল করা হয়।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রনি গাজী'র সভাপতিত্বে ও মোঃ রফিকুল ইসলাম রফি বেপারী এর সঞ্চালনায় এ বিক্ষোভ ও সমাবেশ করা হয়।
অনুষ্ঠানের মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রনি গাজী বলেন, বর্তমান সময়ে এলাকার যুব সমাজকে গ্রাস করেছে মাদক সেবনকারী, তাই সমাজ থেকে ওই মাদক কারবারীদের চিহ্নিত করে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের প্রতিটি এলাকার জনগণের সহযোগিতায় এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করতে হবে। প্রয়োজনে তাদের বেকারত্ব দূর করার জন্য আমাদের উদ্যোগে ও এলাকাবাসীর সহায়তায় কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন-রফিক বেপারী,ভারপ্রাপ্ত সভাপতি, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি, জিল্লুর রহমান গাজী, সামাজিক পরিবেশ উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি হাজী খোরশেদ আলম গাজী,টংগিবাড়ী বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল হক মাদবর, মহাসিন বেপারী, মুন্না গাজী,বাবুল মাস্টার, জামাতে আমির, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন,আতাউর রহমান খান, আলম বেপারী, মোজাম্মেল শেখ, বিএনপি নেতা জুলহাস মুন্সী, বিএনপি নেতা, জাহাঙ্গীর সরকার, বিএনপি নেতা, হামিদ গাজি, বিএনপি নেতা, ও কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন সর্বোচ্চ জনগণ।
এর আগে, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের সচেতন নাগরিকদের ও যুব সমাজের আয়োজনে ‘জেগে ওঠো যুবক, দমন কর মাদক’; ‘তুমি-আমি কি চাই, মাদক মুক্ত সমাজ চাই’ এই শ্লোগানে সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
।