ডাসার থানায় আদালত থেকে জামিনে এসে হুমকি বাদী এডভোকেট শাহিদা আক্তার স্বপ্না খান সহ তাহার সম্পত্তির রক্ষনাবেক্ষনকারীদের
ডেস্ক রির্পোটঃ গ ১১/০৬/২৪ইং তারিখে মাদারীপুর ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের কৃতি সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিদা আক্তার (স্বপ্না খান) এর পৈত্রিক সম্পত্তি বেদখল করায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করলে আসামি ১। বজলুর রহমান খান ২। খলিল খান ৩। রশিদ খান ৪। কাওসার খান ৫। বাদল এর বিরুদ্ধে ১৪৫ ধারা বজায় রাখার নির্দেশ থাকার পরে আসামীরা বিজ্ঞ আদালতের আইন ভংগ করে এড শাহিদা আক্তার (স্বপ্না খান) এর তত্ত্বাবধায়ক রোকসানা খানম এবং আব্দুল জলিল খানকে হুমকি এবং মারার অভিযোগে দুইটি এন এফ আই আর মামলা এবং বজলুর রহমান ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর মামলার আসামি হয়ে জামিনে থাকা অবস্থায় বিগত ১১/০৬/২৪ ইং তারিখে এড শাহিদা আক্তার( স্বপ্না খান) এর তত্ত্বাবধায়ক রোকসানা খানম উপর বর্বরোচিত হামলায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত ডাসার থানাকে এফ আই আর হিসাবে মামলা রুজু করার নির্দেশ দেয়। ভূমি আইনের মামলায় ৩০/০৬/২৩ ইং তারিখে বজলুল রহমান জামিনে থেকে একের পর এক অপরাধ করছে তাহার সকল প্রমানাদি উপস্থাপন করে এড শাহিদা আক্তার( স্বপ্না খান) নিজে বাদি হয়ে নিজের মামলায় নিজেই আইনজীবী হিসাবে শুনানি করলে প্রতিপক্ষ বজলুর রহমান এর পক্ষে অসুস্থ জনিত কারনে সময়ের দরখাস্ত দেয় অন্যদিকে এড শাহিদা আক্তার অসুস্থতার প্রমান পত্র হিসাবে মেডিকেল সার্টিফিকেট প্রদান করা হয় নাই বললে বজলুর রহমান এর আইনজীবী এড মনিরুজ্জামান জানান, তারা বিজ্ঞ আদালতে অনেক মামলারই শুনানি করেন, সব মামলায় এম সি লাগে না। অত:পর বিজ্ঞ আদালত বজলুর রহমান কে কারণ দর্শনোর নির্দেশ প্রদান করেন। অন্যদিকে, এড শাহিদা আক্তার এর তত্ত্বাবধায়ক রোকসানা খানম এর দায়েরকৃত মামলায় আসামীরা আজ স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনে পেয়ে এলাকায় এসে বিকালে প্রকাশ্যে পুনরায় এড শাহিদা আক্তার এবং তার সম্পত্তির রক্ষনাবেক্ষনকারী সহ তাহার আত্নীয় স্বজনকে জীবনে মেরে ফেলার হুমকী প্রদান করে যাচ্ছে একের পর এক বলে বাদী সাংবাদিকদের জানান।।