ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে
মোঃ সাখাওয়াত হোসেন মানিক ওয়্যারবী ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর মুন্সিগঞ্জ জেলা শাখার কার্যালয়ে অভিযোগ ব্যবস্থাপনা কমিটির জিএমপি সদস্যদের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপ-পরিচালক মো:সোহরাওয়ার্দী হোসেন।
ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক এলিজাবেথ হালদার। ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মো:আবু সায়েম। ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেন্টার ইনচার্জ মো:শাহিন খালাসী। ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সোশ্যাল মবিলাইজার মো:রেজাউল করিম। ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ফিল্ড সহকারী কামরুন নাহার এবং এডভোকেট নাজমা আক্তার নিরা। অনুষ্ঠানে সবাই দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপ-পরিচালক মো:সোহরাওয়ার্দী হোসেন বলেন মুন্সিগঞ্জ থেকে অনেক শ্রমিক বিভিন্ন দেশে দালালের মাধ্যমে কাজের জন্য যায়।সঠিক তথ্য না জানা এবং না বুঝার কারনে দালালের মাধ্যমে প্রতারনার শিকার হোন।এই অধিবাসীদের পাশে দাড়ানোই ওয়ারবীর মূল লক্ষ্য।