মুন্সীগঞ্জ সদর হাসপাতালের ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ ভাতা প্রদানের দাবীতে কর্মবিরতি ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মোঃ সাখাওয়াত হোসেন মানিক
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ জেনারেল হাসপাতাল মুন্সীগঞ্জ কতৃক ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি চলছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় হাসপাতালের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করেন কর্মবিরতি পালনকারী ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ সদস্যগণ। মানব বন্ধনে অংশ গ্রহণ করেন ইন্টার্ন নার্স ৫০ জন ও ইন্টার্ন মিডওয়াইফ ২৩ জন সহ মোট ৭৩ জন।
নার্সদের কর্মবিরতিতে হাসপাতালে আসা রোগীদের সেবী অনিশ্চিত হয়ে পড়েছে। ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ কর্মবিরতিতে সকল ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা।
এর মধ্যে অন্যতম- রাহাত, সুমন, নাইম, তারেক, আনোয়ার, সাইদুল, রিনা, , মমো, সামিহা, অর্পা, রিফাত, রুপা, মিতা, সাবিনা, জুই, নুশরাতসহ বাকি সকলে। সকলের একটাই দাবী শ্রমের মূল্য ইন্টার্ন ভাতা প্রদান করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ইন্টার্ন ভাতা আটকে রাখা হয়েছে। তাদের প্রাপ্য পারিশ্রমিক ইন্টার্ন ভাতা প্রদান করলেই তারা কর্মবিরতি বন্ধ করবেন বলে জানান।
ইন্টার্ন ভাতার জন্য ডিজিএনএম এ কয়েক বার গেলেও বিষয় টা নিয়ে কোনো সুরাহা হয়নি। তারা স্বাস্থ্যমন্ত্রনালয়ে বাজেট হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন।
এদিকে মন্ত্রনালয়ে গিয়েও কোনো সুরাহা করতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই ৭০জনএর বেশি সদস্য সকলেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন ভাতা আদায়ের লক্ষ্যে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন ডিরেক্টর জেনারেল অফ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল এমনটাই আশা করছেন ভূক্তভোগীরা।