শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউপিতে আগুনে ১০ পরিবারের বসত ঘর পুরে ছাই ও ১ জনের মৃত্যু 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৫ জুলাই, ২০২৩
Sangbad52

শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউপিতে আগুনে ১০ পরিবারের বসত ঘর পুরে ছাই ও ১ জনের মৃত্যু 

ইমরানুল হাসান 

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ জেলার অত্যান্ত গুরুত্বপূর্ণ উপজেলা শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউপির ১ নং ওয়ার্ডে চিকারকান্দি গ্রামে আগুন লেগে ১০ টি পরিবারের বসত ঘর পুরে ছাই ও ১ জনের মৃত্যু।  

২৪ শে জুলাই ( সোমবার) রাত ২ ঘটিকার সময় হঠাৎ আগুনে পুরে ছাই হয়েছে ১০ টি ফ্যামিলির বসত ঘর। সেই সময় বিদ্যুৎ সটসার্কিটের জন্য ১ জনের মৃত্যু হয়েছে বলে যায়।

চিকারকান্দি গ্রামের বাসিন্দা হাম্মাদুল হক বলেন এই পরিবার গুলোর নগদ টাকা সহ ধান, গরু,হাস মুরগী সকল কিছু পুরে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকেরা পৌছার আগেই সকল কিছু পুরে যায়।

পুরে যায় বাচ্চাদের বই পুস্তক সহ সকল ধরনের কাগজপত্র।  

সেই সময় ক্ষতিগ্রস্ত পরিবার কে শান্তনা দিতে উপস্থিত হন উপজেলা জামায়াত-শিবির। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ। উপজেলা জামায়াত সেক্রেটারি মাস্টার দিলোয়ার হুসেন।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি রায়েজ নূর। শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারি মামুন আহমদ।তাজুল ইসলাম,পূর্ব পাগলা জামায়াত সভাপতি কবির আহমদ,সেক্রেটারি শিব্বির আহমদ,জয়কলস জামায়াত সেক্রেটারি হাফেজ শামিম আহমদ,সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ,

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুমেল আহমদ,সেক্রেটারি আফসার আহমদ, মাদ্রাসা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরানুল হাসান প্রমুখ।