সরিষাবাড়ীতে রাস্তা বন্ধ করায় ১৫ পরিবারকে জিম্মির অভিযেগ

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৭ জুলাই, ২০২৩
Sangbad52

সরিষাবাড়ীতে রাস্তা বন্ধ করায় ১৫ পরিবারকে জিম্মির অভিযেগ

 

মতিউর রহমান,সরিষাবাড়ীঃ জামালপুরের সরিষাবাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধ করে ১৫ পরিবারকে আবদ্ধ করার অভিযোগ উঠেছে গ্রাম পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ী পূর্বপাড়া গ্রামে।

 শুক্রবার সকালে এলাকা ঘুরে ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মহাদান ইউনিয়নের করবাড়ী পূর্ব পাড়া গ্রামের মৃত বাদলের স্ত্রী আঞ্জুয়ারা (অন্যত্র বিবাহিত) তার নামীয় এক শতাংশ জমি মহাদান ইউনিয়নের গ্রাম পুলিশ এনামুলের নিকট বিক্রি করে। ৩/৪ মাস পর এনামুল তার ক্রয়কৃত জমিতে বাঁশ দিয়ে বেড়া দেয় এবং বাদলের অন্যান্য ভাইদের পুলিশী ভয়ভীতি প্রদর্শন করে এনামুলের দাবী (ক্রয়কৃত) জায়গা থেকে মৃত বাদলের ভাই ফজলসহ অন্য তিন ভাইকে জায়গা ছেড়ে দিতে বলে। এক পর্যায় এনামুল ফজল গংদের বিরুদ্ধে পুলিশ নিয়ে যায়। পুলিশী ভয়ে ফজল গং তাদের বসত ঘর ভেঙ্গে দিলেও এনামুল রাস্তা বন্ধ করেই রাখে। এতে প্রায় এক মাস যাবত অন্তত ১৫টি পরিবার জিম্মি দশায় তাদের স্বাভাবিক জীবণ যাত্রা ব্যহত হয়ে পড়ে।

এ বিষয়ে ভুক্তভোগী ফজক হক বলেন, আমার ভাবীর নিকট থেকে এনামূল গোপনে এক শতাংশ জায়গা কিনে নিয়ে ৩/৪ মাস পর আমাদের একমাত্র যাতায়াতকৃত রাস্তা বন্ধ করে দেয়। উল্টো আমাদের বিরুদ্ধে পুলিশ এনে হয়রানী করেছে। পুলিশী ভয় দেখিয়ে আমার বসত ঘর ভেঙ্গেঁ দিতে বাধ্য করেছে। আমরা এর ন্যায় বিচার চাই।

আঞ্জুয়ারার ছোট জা রিনা বলেন আমার বড় জা আঞ্জুয়ারা ইজমালী (সমষ্টিগত ) জায়গা থেকে গোপনে এনামুলের নিকট এক শতাংশা জমি বিক্রি করে। যেখানে আমাদের বসত ঘর ছিল। আমরা গরীব মানুষ।পুলিশী ভয় দেখিয়ে এনামুল আমার বসত ঘরটি ভেঙ্গেঁ দিতে বাধ্য করে। রাস্তা বন্ধ করেছে। আমরা যাতায়াত করতে পারি না। আপনাদের কাছে ন্যায্য বিচার চাই। এলাকার বয়োঃজৈষ্ঠ মোরুব্বী মজনু মিয়া বলেন, এনামুল গোপনে বাদলের বউ' র কাছ থেকে এক শতাংশ জমি কিনে নিয়ে বেড়া দেয়। আমরা ১৫/২০ টি পরিবার যাতায়াত করতে পারি না। এনামুল মহাদান ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে চাকরী করে। আমাদের পুলিশী ভয় দেখায়। আমরা ভয় ভীতির মধ্যে আছি। সঠিক বিচার দাবী করছি। এ ছাড়াও কতিপয় রাস্তা বন্ধের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন আমরা ভয় ভীতির মধ্যে আছি।রাস্তায় বেড়া দেয়ায় আমাদের যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। আমরা ন্যায় বিচার দাবী করছি। 

এ বিষয়ে মুঠোফোনে গ্রাম পুলিশ এনামূলের নিকট জানতে চাইলে সে বলে, মহাদান ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে চাকরী করি। আমি রাস্তার জন্য জমি কিনেছি।ওদের রাস্তা দিয়ে আমাকে যেতে দেবে না তাই বেড়া দিয়েছি। ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।

 এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি ( তদন্ত) ফয়সাল আহম্মেদ ও ওসি মোহব্বত কবীরের মুঠো ফোনে যোগাযোগ করলে রিংটো বাজলেও রিসিভ হয়নি।