প্রধান মন্ত্রীর সাথে কথা বলবো ধ্বসে যাওয়া ব্রীজ পরিদর্শনকালে এমপি প্রার্থি আব্দুস সামাদ

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৬ জুন, ২০২৩
Sangbad52

প্রধান মন্ত্রীর সাথে কথা বলবো

 

ধ্বসে যাওয়া ব্রীজ পরিদর্শনকালে এমপি প্রার্থি আব্দুস সামাদ

 

মতিউর রহমান,সরিষাবাড়ীঃ জামালপুরের সরিষাবাড়ী শাহজাদা হাটের অদূরে পশ্চিম পাশে যমুনা শাখা নদীর উপর নির্মিত অন্তত ৩০ টি গ্রামের মানুষের নদী পারাপারে একমাত্র ব্রীজটি ধ্বসে যাওয়ায় লক্ষাধিক মানুষ ভোগান্তি পোগাচ্ছেন বলে জানা গেছে। সম্প্রতি ধ্বসে যাওয়া ব্রীজটি পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্ট প্রবাসী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

এলাকা সূত্রে প্রকাশ, নদী মাতৃক কামরাবাদ ইউনিয়নের শাহজাদা হাটের পশ্চিম পাশে যমুনা শাখা নদীর উপর নির্মিত ব্রীজটির গত ৩/৪ বছর আগে প্রবল বন্যায় ৪টি পিলার ধ্বসে অকেজো হয়ে পড়ে। ওই ব্রীজ দিয়ে প্রতিদিন সরিষাবাড়ীর শুয়াকৈর,বড়বাড়িয়ার দক্ষিনাংশসহ কয়েকটি গ্রামের মানুষ এবং পার্শ্ববর্তি মাদারগঞ্জ উপজেলার কয়ড়া, খামার মাগুরিয়া, নান্দিনাসহ দুটি উপজেলার অন্তত ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ এ ব্রীজটি ব্যবহার করে থাকে। ওই অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্যাদি বাজারজাত করণেও এ ব্রীজটি ব্যবহৃত হয়ে থাকে। ব্রীজটি ধ্বসে যাওয়ায় কৃষিপণ্য পরিবহনসহ যান ও জন চলাচলে ভোগান্তির শেষ নেই। এলাকাবাসির দাবী ব্রীজটি সংষ্কার কিংবা নতূন ব্রীজ নির্মানের মাধ্যমে কষ্টের অবসান ঘটানো। সম্প্রতি এমপি প্রার্থি আব্দুস সামাদ আজাদ নির্বাচনি শো ডাউনে শুয়াকৈর অঞ্চল পরিদর্শন করেন। শোডাউনে অংশ নেয়া মোটর সাইকেলগুলো ব্রীজে আটকা পড়ে। এ সময় জনাব সামাদ আজাদ ব্রীজটি পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, আমি এ বিষটি মাননীয় প্রধান মন্ত্রী এর সাথে বিস্তারিত আলোচনা করবো। একনেকে উত্থাপনের বিষয়ে অনুরোধ করবো যেন দ্রুত সময়ে ব্রীজটির একটা ব্যবস্থা হয়। প্রয়োজনে এলজিআরডি মন্ত্রী জনাব তাজুল ইসলাম সাহেবকে অনুরোধ করবো যেন তাঁর দপ্তরের মাধ্যমে ব্রীজটি নির্মানের ব্যবস্থা করা হয়।

যমুনা শাখা নদীতে ধ্বসে যাওয়া ব্রীজটি নির্মান করে লক্ষাধিক মানুষের যাতায়াতের কষ্ট লাগব করতে সরকারের প্রতি এলাকাবাসির প্রাণের দাবী।