ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
গীতি গমন চন্দ্র রায় গীতি। ।
স্টাফ রিপোর্টার। ।
ঠাকুরগাঁওয়ে জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালী সমাপ্ত শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব দুগ্ধ দিবস এ এক প্রতিপাদ্য বিষয় ছিল “টেকসই দুগ্ধ শিল্প; সুস্থ মানুষ, সবুজ পৃথিবী”। সভায় ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃআবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃমাহবুবুর রহমান,বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃমামুন ভুইয়া,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,
এছড়া ও ঠাকুরগাঁও ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃহেমন্তু কুমার রায় প্রমুখ।
।