গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত.

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ৩১ মে, ২০২৩
Sangbad52

গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত.

 

আখিঁআক্তার, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব ফিরোজ আহাম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন পরিষদের সদস্য মোশাররফ হোসেন প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মো. মাহফুজ মিঞা, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের বালুয়াকান্দি ইউনিয়ন সমাজকর্মী মো. শাহজালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

আলোচনার শুরুতে ২০২৩-২০২৪ অর্থ বছরের ১কোটি ৯০ লক্ষ টাকা বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব ফিরোজ আহাম্মেদ।

 

জানা যায়, বালুয়াকান্দি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার। এরই ধারাবাহিকতায় ইউনিয়নে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ ও কাঁচা রাস্তা সংষ্কার এবং কালভার্ট, ব্রীজ নির্মাণ, দরিদ্র হ্রাসকরণ সামাজিক নিরাপত্তা, যুব ও মহিলা বেকারদের কর্ম সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এই বাজেট সভায় তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।