বরুড়া ১৫ নং পয়াল গাছা ইউনিয়নে জন্ম নিবন্ধন বাণিজ্যের অভিযোগ কম্পিঃ ম্যান মহিনের বিরুদ্ধে 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২২
Sangbad52

বরুড়া ১৫ নং পয়াল গাছা ইউনিয়নে জন্ম নিবন্ধন বাণিজ্যের অভিযোগ কম্পিঃ ম্যান মহিনের বিরুদ্ধে 

 

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল কুমিল্লা ও চট্টগ্রাম ব্যুরো

 

গত ৮ ই ডিসেম্বর ২০২২ইং সকাল ১১ঃ ৩০ মিনিটের সময় কুমিল্লা বরুড়ায় ১৫ নং পয়াল গাছা ইউনিয়নে জন্ম নিবন্ধন বাণিজ্যে অভিযোগ পাওয়া যায়, 

 

এই বিষয়ে ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস ও প্রতিবন্ধী রেহানা আক্তার সহ আরো অনেক বলেন, আমাদের কাছ থেকে বিভিন্ন কাজের কথা বলে প্রতারক কম্পিউটার ম্যান মহিন ৪ শত টাকা হইতে ৫ শত টাকা পর্যন্ত নিয়েছে ও তার সাথে ভোগান্তরি তো ফ্রী রয়েছে।

 

আমরা সাধারণ মানুষ এই বিষয়ে মুখ খুললে বা বলতে চাইলে আমাদের জন্ম নিবন্ধন দিবে না বলে হুমকি দেয় এবং কি তার বাবা বরুড়া উপজেল প্রশাসনের কাজ করে বলেও হুমকি প্রদান করে কাউকে মানুষ হিসেবে গণ্য করে না এই মহিন ।  

 

আমরা সাধারণ মানুষ নিরুপায় হয়ে জম্ম নিবন্ধন নিতে বাধ্য হই, ভুক্তভোগীরা আরও বলেন আমরা সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল কে পেয়ে, আমাদের মনে ও প্রানে সাহস এসেছে,

 

 আমরা দুই একটি কথা বলার জন্য ক্যামেরার সামনে এসেছি, তাই আমরা সত্যটাকে তুলে ধরলাম গণমাধ্যম কর্মীর মাধ্যমে। এই বরুড়া উপজেলার ১৫ নং পয়ালগাছা ইউনিয়নে কি হচ্ছে তা দেশবাসীকে জানিয়ে রাখি।  

প্রতারক কম্পিউটার ম্যান মহিনের সাথে কথা বললে মহিন তা অস্বীকার করেন।

এই বিষয়ে বরুড়া ১৫ নং পয়ালগাছা ইউনিয়নের সচিব এর সাথে কথা বলতে চাই সচিব ও অস্বীকার করেন।  

পরে ১৫ নং পয়ালগাছা ইউনিয়নের চেয়ারম্যান সাথে মুটো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

 

সাধারণ মানুষ এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।