নন্দীগ্রামে জুয়ার আসরে পুলিশের অভিযান, ৭ জুয়াড়ি গ্রেফতার 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২
Sangbad52

নন্দীগ্রামে জুয়ার আসরে পুলিশের অভিযান, ৭ জুয়াড়ি গ্রেফতার 

 

নন্দীগ্রাম -বগুড়া প্রতিনিধি ঃ

 

বগুড়ার নন্দীগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭জন জুয়াড়িকে গ্রেফতার ও জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করা হয়েছে।  

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটগ্রাম মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।  

 

মঙ্গলবার রাতে থানার উপ-পরিদর্শক মো. তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, আটক ৭জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের শেষে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার একজন আসামি পলাতক রয়েছে।  

 

গ্রেফতারকৃতরা হলো- ভাটগ্রাম মধ্যপাড়ার হায়দার আলীর ছেলে আব্দুল আলীম (২৫), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৭), খোরশেদ আলমের ছেলে জাকারিয়া জাকির (২৫), শহিদুল ইসলামের ছেলে সুমন হোসেন (১৯), ভাটগ্রাম মোল্লাপাড়ার ওমর আলীর ছেলে নাজিম উদ্দিন (৩৮), ভাটগ্রাম পূর্বপাড়ার জিন্নাত আলীর ছেলে কাইয়ুম আলী (২০) ও একই এলাকার কালাম হোসেনের ছেলে মতিউর রহমান (২৩)।  

 

জানা গেছে, ভাটগ্রাম মধ্যপাড়ার জুয়াড়ি আলমগীর হোসেনের বসত বাড়ির পূর্ব দুয়ারী টিনসেড ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম, এএসআই মামুনুর রশিদ, এএসআই মিন্টুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাতেনাতে ৭জন জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় একজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নগদ ২ হাজার ৬৭৫ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ।