মুকবুল হোসেন: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়নে একাধিক গ্রামে নদীর সংলগ্ন নির্মিত ঘাটলা জনকল্যাণ হীন মানুষের ব্যবহার অনুপযোগী রয়েছে । মঙ্গলবার সরজমিনে টেংগারচর ইউনিয়নের বড় ভাটের চর গ্রাম ও টেংগারচর গ্রামে নদী সংলগ্ন নির্মিত একাধিক ঘাটলা ব্যবহার অনুপযোগী জনকল্যাণ হীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় গ্রামবাসীর অভিযোগ টেংগার চর গ্রামে নদীর সংলগ্ন নির্মিত ঘাটলা টি ৭ থেকে ৮ বছর আগে সরকারের বরাদ্দকৃত টাকায় নির্মিত হয়েছে। সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ঘাটলা বছরের পর বছর পেরিয়ে গেলেও আজও মানুষের বিন্দুমাত্র উপকারে আসে নাই । স্থানীয় এলাকাবাসীর দাবি টেংগারচর ইউনিয়নে বড় ভাটেরচর গ্রামে নদী সংলগ্ন ঘাটলা এবং টেংগারচর গ্রামে প্রায় ৮ বছর আগে নির্মিত নদী সংলগ্ন ঘাটলা মানুষের ব্যবহার উপযোগী ও কল্যাণে ঘাটলা সংলগ্ন রাস্তা নির্মাণ করা।
ইউনিয়ন পরিষদ সচিব মিনহাজ উল্লাহ জানান টেংগারচর গ্রামের নদীর সংলগ্ন ঘাটলা ভাইস চেয়ারম্যান জামান মিয়া ক্ষমতা কালীন সময়ে নির্মিত হয়েছে । বড় ভাটেরচর গ্রামে নদীর সংলগ্ন ঘাটলা টি গত সাদেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টারের দায়িত্বকালীন নির্মিত হয়েছে। দুইটি ঘাটলা আজও জনকল্যাণ উপযোগী হয়ে ওঠে নাই। এক একটি ঘাটলা নির্মাণে সরকারের কমপক্ষে আড়াই লক্ষ টাকা করে ব্যয় হয়ে থাকে । প্রকল্প বাছাই ও সিদ্ধান্ত গ্রহণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্ষমতা রাখেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী জানান দুটি ঘাটলা মানুষের ব্যবহার উপযোগী ও জনকল্যাণ করতে প্রকল্প চাহিদা দেয়া হয়েছে । শুকনো মৌসুমে প্রকল্প বাস্তবায়নে কাজ চলবে ।