ডক্টর'স হসপিটালের পক্ষ থেকে গাছের চারা রোপন

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২
sangbad52

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজের নার্সারিতে ডক্টর'স হসপিটালের পক্ষ থেকে গাছের চারা রোপণ করা হয়েছে।

গতকাল রোববার (৪ ডিসেম্বর) বিকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদুর রহমানের উপস্থিতিতে এ বৃক্ষরোপন পালন করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ডক্টর'স হসপিটালের চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম বাচ্চু, ভাইস চেয়ারম্যান ডা. ডালিম সরকার, ব্যবস্থাপনা পরিচালক ডা. আলমগীর সরদার, জেনারেল ম্যানেজার মো. মাসুম, সহকারী ম্যানেজার ফজলুর রহমান, বালিগাঁও আমজাদ আলী কলেজের ক্রিয়া শিক্ষক হারুনুর রশিদ, অনিক প্রমুখ।

প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ডা. ডালিম সরকার বলেন,গাছ মানুষের বিভিন্ন দিক থেকে উপকার করে থাকে। ফল, ফুল, কাঠ, অক্সিজেন, ছায়া- এ সবকিছুই আমরা গাছ থেকে পাই। গাছ পরিবেশ ভারসাম্য বজায় রাখে, একই সাথে সুন্দর্য্য বর্ধন করে। সবকিছু মিলিয়ে গাছ আমাদের বন্ধু। এছাড়া তিনি আরো বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতে আরও ব্যাপক হারে বৃদ্ধি করা হবে। ডক্টর হসপিটাল শুধু মানুষের চিকিৎসা সেবা ছাড়াও বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।