মুন্সীগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট দিল আফরোজ খানমের অবসরজনিত বিদায় সংবর্ধনা 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২
sangbad52

জন জীবন :

মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ পিটিআই এর হলরুমে সফল সুপারিনটেনডেন্ট দিল আফরোজ খানমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন পিটিআই এর সুপারিনটেনডেন্ট দিল আফরোজ খানমের পতি, যুব ও ক্রিড়া অধিদপ্তর অবসরপ্রাপ্ত উপ পরিচালক মোহাম্মদ ইয়াছিন আলী খান, জেলা ক্রিড়া কর্মকর্তা খাদিজা পারভীন, অত্র পিটিআই এর  সহকারী সুপারিন্টেন্ডেন্ট আয়েশা আক্তার, সিনিয়র ইন্সট্রাক্টর এ কে এম খলিলুর রহমান, গোলাম মিল্লাত, রফিকুল ইসলাম, কৃষ্ণ ধর, নূরুল হুদা চৌধুরী,  মমতাজ শাহানা সিরাজী, ফাতেমা আক্তার, আম্বিয়া খাতুন, সাবিকুন নাহার শান্তনা, উম্মে হানি মৌসুমীসহ সকল ইন্সট্রাক্টরগণ, বিভিন্ন ইউআরসির ইন্সট্রাক্টরগণ, প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষক ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ পিটিআই এর সিনিয়র ইন্সট্রাক্টর মমতাজ শাহানা সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী মোঃ মিজানুর রহমান সোহাগ, গীতা থেকে পাঠ করেন অপরাজিতা সাহা, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ জিয়াউর রহমান জীবন, উজ্জ্বল শেখ, সোনিয়া আক্তার, মানপত্র পাঠ করেন রাবেয়া আক্তার, বিদায়ী কবিতা আবৃত্তি করেন পারুল আক্তার। ইন্সট্রাক্টরদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী সুপারিন্টেন্ডেন্ট আয়েশা আক্তার, মোঃ কোহিনুর আল আমিন, মোঃ রফিকুল ইসলাম, গোলাম মিল্লাত, নূরুল হুদা চৌধুরী প্রমুখ।  
এর আগে ডিপিএড ২০২২-২৩ প্রশিক্ষনার্থী, প্রশিক্ষণ বিদ্যালয়, বিভিন্ন ইউআরসি ও মুন্সীগঞ্জ পিটিআই এর পক্ষ থেকে বিদায়ী সফল ও সুযোগ্য সুপারিন্টেন্ডেন্টকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। সমাপনী বক্তব্য রাখেন অত্র পিটিআই এর বিদায় সফল সুপারিন্টেন্ডেন্ট দিল আফরোজ খানম।  
সবশেষে আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র ইন্সট্রাক্টর এ কে এম খলিলুর রহমান।