গজারিয়ার ভবেরচর থেকে মতলব উত্তর নদীর উপর ব্রীজ নির্মাণ  সমীক্ষা  পরিদর্শন 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২
sangbad52

 মুকবুল হোসেন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ভবেরচর বাস স্ট্যান্ড হতে মতলব উত্তর উপজেলার জামালপুর সড়কে মেঘনা -ধনাগোদা নদীর উপর সেতু নির্মানের সম্ভাব্যতা সমীক্ষা  কালীন পরিদর্শন পরিচালনায় অংশীজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গজারিয়ায়।

মঙ্গলবার দুপুর ১:৩০ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে সমীক্ষা কালীন পরিদর্শন কে কেন্দ্র করে এক  মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ সচিব মোঃমনজুর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড্যাঃমৃণাল কান্তি দাস এমপি।  
 এ সময় উপস্থিত ছিলেন,চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল এমপি,গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, অতিঃপুলিশ সুপার(অপরাধ) আদিবুল ইসলাম,সেতু বিভাগ এর অতিরিক্ত সচিব ড.মনিরুজ্জামান, অতিঃসচিব দেওয়ান মো.সাইদুল হাসান,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, খাদিজা আক্তার আখী প্রমুখ।
আরও  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃমহসিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা তানেছ উদ্দীন,  ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন,  ইউপি চেয়ারম্যান মো. হাফিজুজ্জামান খাঁন জিতু, ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান মো. মনিরুল হক মিঠু, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মো. লিটন সহ উপজেলার গণ্যমান্য অনেকেই ।