শ্রীনগরে রাতের আঁধারে লীজকৃত জায়গা ভরাটের অভিযোগ

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২
sangbad52


শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে এম রহমান কমপ্লেক্স ও কলেজ গেইট সংলগ্ন রাস্তার পাশে রাতের আধারে প্রতিবেশীর লীজ ও ব্যক্তিমালিকানা পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। এব্যাপারে জমির মালিক মৃত সাধন চন্দ্র পোদ্দারের স্ত্রী রীতা রাণী বাদী হয়ে জেলা পরিষদ বরাবরে বিমল পোদ্দার(৪৫) গংয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩৫নং শ্রীনগর মৌজাস্থি ২নং খতিয়ানভূক্ত আর এস ৯৪৭ নং দাগের রাস্তার দক্ষিন ঢালে ৮০×৬০=৪৮০বর্গফুট জায়গাটি ২০২০-২১হতে ২০২২-২৩ তিন বছরের আয়কর জমা দেওয়া হয়েছে।

অভিযোগের বাদী বলেন,জীবিকার তাগিদে ছেলে সন্তান নিয়ে অনেক দিন আগে থেকেই স্ব-পরিবারে ঢাকা থাকি গ্রামের বাড়িতে বিশেষ কাজে আসি। এই সুযোগকে কাজে লাগিয়ে একই এলাকার
মৃত বিশ্বনাথ পোদ্দারের ছেলে  বিমল পোদ্দার(৪৫), শ্যামল পোদ্দার(৫৫) ও মৃত সন্তোষ চন্দ্র পোদ্দারের ছেলে মদন পোদ্দারগং প্রভাবশালীদের ছত্রছায়ায় রাতের আঁধারে কিছু দিন ধরে এই পুকুরে ট্রাক দিয়ে বালু ভরাট করছে। যার ফলে বাড়ির যাতায়াতের রাস্তার উপর দিয়ে পুকুরের ময়লা পানি ও আর্বজনা দিয়ে আটকে যাওয়ায় চলাচলে ভীষণ অসুবিধা হচ্ছে। আমি মা,বাবা ও স্বামী হারা অভিভাবকহীন একজন নারী। আমার লীজ ও ব্যক্তিগত পুকুর ভরাট বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বাদীর আপন ভাই রাজেশ পোদ্দার বলেন,বিবাদীগনরা আমাদের নানা ভাবে মানসিক এবং আর্থিক ক্ষতি সাধন করে আসছে। এ ব্যাপারে শ্রীনগর থানায়ও একটি অভিযোগ করেছি। 
অভিযোগ তদন্ত কারি শ্রীনগর থানার এস আই সাইফুল ইসলাম মাদবর বলেন,এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।