শ্রীনগরের বাঘড়ার স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হুমকির ঘটনায় সংবাদ সম্মেলণ

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০২ নভেম্বর, ২০২১
বাঘড়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তানজিলের এক সমর্থকের চোখ তোলার চেষ্টা ও হুমকি ধমকির অভিযোগে সংবাদ সম্মেলণ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ৭নং বাঘড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেলিফোন প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু আল নাসের তানজিলের এক সমর্থকের চোখ তোলার চেষ্টা ও হুমকি ধমকির অভিযোগে সংবাদ সম্মেলণ হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলণের আয়োজন করেন ওই প্রার্থীর সমর্থক ভূক্তভোগী আসাদুজ্জামান ও সমর্থকবৃন্দ।

উক্ত সংবাদ সম্মেলণে আসাদুজ্জামানের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী আবু আল নাসের তানজিল। তিনি বলেন, মধ্য বাঘড়ার নুরুল আমিনের পুত্র আসাদুজ্জামান (৪০) আমার একজন একনিষ্ঠ কর্মী। আসন্ন বাঘড়া ইউপি নির্বাচনে আসাদুজ্জামান আমার পক্ষে টেলিফোন প্রতীকের প্রচারণা করায় নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম তাকে আমার প্রচারণা করার কারণে বাঁধা প্রদান ও হুমকি ধমকি প্রদান করেন। এঘটনায় সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূক্তভোগী মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান নৌকার প্রার্থী নুরুল ইসলাম সম্পর্কে আমার আপন খালাতো ভাই হন। তিনিসহ তার ছোট ভাই রফিকুল ইসলাম, মুক্তি, সেলিম ওরফে সেলু ও নৌকার সমর্থক পোষ্ট মাস্টার নুর ইসলাম আমার বাড়িতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিনে আসেন। আমি স্বতন্ত্র প্রার্থীর টেলিফোন প্রতীকের প্রচারণা করায় নৌকার প্রার্থী নুরুল ইসলামসহ তারা আমকে হুমকি ধমকি দিতে থাকেন। এক পর্যায়ে পোষ্ট মাস্টার নুর ইসলাম পিছন থেকে আমার হাত ধরে ফেলে এবং নৌকার প্রার্থী নুরুল ইসলাম কলম দিয়ে আমার চোখ তুলার চেষ্টা করেন। আমি তাদেরকে ধাক্কা দিয়ে নিজের জীবন বাচাতে কোনমতে পালিয়ে আসি। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানান তিনি। এ সময় অনুষ্ঠিত সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন টেলিফোন মার্কার সমর্থক মনির হোসেন, মো. মাসুদ, লিয়াকত, মো. আক্তার, মো. শামীম প্রমুখ।

এ ব্যাপারে বাঘড়ার নৌকার প্রার্থী নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার খালার বাড়িতে গিয়েছিলাম এটা সত্য। আমার বিরুদ্ধে আসাদুজ্জামানের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন কোন ঘটনা ঘটেনি।