মুন্সীগঞ্জে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৩ ফেব্রুয়ারী, ২০২১
সংগৃহীত

মোঃ রাকিব শেখ
মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর এলাকায় পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার পরিচালিত ফ্যাক্টরিতে এবং আরও কয়েকটি ফ্যাক্টরিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১ কোটি ৯৭ লাখ মিটার সরকারীভাবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ জব্দকৃত কারেন্ট জাল ধলেশ্বরী নদীর পাড়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এদিকে জানা যায়, সোমবার রাতে মুক্তারপুর এলাকার ৩টি অবৈধ কারেন্ট জালের কারখানায় কোস্টগার্ড  স্টেশন পাগলার টিম অভিযান চালিয়ে এ সব জাল জব্দ করে।
পাগলাস্থ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর এলাকার সাওবান ফাইবার ইন্ডা: লি:, তন্ময় ফিসিং নেট ইন্ডা: লি: ও রানা মুন্সী আয়রন কারখানায় অভিযান চালিয়ে সরকারীভাবে উৎপাদন নিষিদ্ধ এ সব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: ইলিয়াস সিকদারের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড.আব্দুল আলীম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতার্ মো: টিপু সুলতান।