আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এসবের বাস্তব ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চবিদ্যালয়ে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আল-জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। এগুলো উদ্দেশ্যমূলক প্রচারণা। গুজব রটিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল। গণমাধ্যমকে ব্যবহার করে ষড়যন্ত্র করা হচ্ছে। ”
এ বিষয়ে সরকারের পদক্ষেপ কী হবে, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ”
।