লৌহজংয়ে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১
যুগের কন্ঠ

 

মোঃ রাকিব শেখ

 মুন্সীগঞ্জের লৌহজংয়ে আ'লীগের কর্মীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার নাগেরহাট বাজারে কনকসার ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ব্যানারের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ হয়। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় যুবলীগের ৪ নেতাকর্মীকে বিএনপি নেতাকর্মীরা হামলা করে গুরুতর আহত করে।

স্থানীয় আ'লীগের অভিযোগ- উপজেলা যুবদলের ক্রীড়া সম্পাদক তাহের মোল্লার নেতৃত্বে একদল দুর্বৃত্ত যুবলীগ নেতা মাহবুব হোসেন রবিন (৩২), আবুল খায়ের (২৬), ফয়সাল শেখ (২৯) ও শেখ সোহাগের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আহতদের মাথায় ও কানে মারাত্মকভাবে জখম করে। আহতদের দুজন এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। এ ঘটনায় লৌহজং থানায় মামলা দায়ের করা হয়েছে।

কনকসার ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক শেখের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা রাসেল আলম রাজুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ নুরনবী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকা মৃধা,আ'লীগ নেতা শেখ মো.শাহীন,ময়নুল আলম বিপ্লব প্রমূখ । বক্তারা হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতার আনার জন্য থানা প্রশাসনের প্রতি আহবান জানান। প্রতিবাদ সমাবেশটি বিক্ষোভে পরিণত হয়। সমাবেশের আগে-পরে নেতাকর্মীরা বিচারের দাবিতে মুহুর্মুহু স্লোগান তোলেন।

এ সময় লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন সমাবেশে উপস্থিত হয়ে হামলাকারীদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি প্রদান করেন।