কূটনীতিকদের সাথে আলোচনায় ব্যর্থ বিএনপি

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপরে সরকারের ‘দমন-পীড়ন’ এবং ‘কারচুপির মাধ্যমে দ্বিতীয়বার ক্ষমতায় আসার’ বিএনপির অভিযোগকে আমলে নিচ্ছে না ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা।

এ সব বিষয় নিয়ে বিএনপির তরফে কূটনীতিকদের ব্রিফ করা হলেও তাদের বক্তব্যকে আমলে না নেয়ায় চিন্তিত দলটি।

বিএনপি মনে করছে, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় দলটির এসব অভিযোগ বিদেশি কূটনীতিকদের গুরুত্ব দিয়ে বিবেচনা করা  উচিত।  

 শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের নবগঠিত ফরেইন অ্যাফেয়ার্স কমিটির প্রথম বৈঠক এসব বিষয়ে আলোচনা উঠে আসে বলে বিএনপির সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির বিদেশ বিষয়ক ফরেইন অ্যাফেয়ার্স কমিটির এক নেতা এ বিষয়ে বলেন, বৈঠকে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোটগ্রহণে অনিয়ম, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্য অপসারণ ও সম্প্রতি চট্টগ্রামে জিয়াউর রহমানের নামে থাকা জাদুঘর ভেঙে ফেলা এবং বিভিন্ন জায়গা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার বিষয়গুলো কূটনীতিকদের অবহিত করার বিষয়ে আলোচনা হয়।

তখন বৈঠকে বিএনপির এক শীর্ষ নেতা বলেন, কূটনীতিকরা তো বিএনপির কথা শুনছেন না! তারা আমাদের তথ্য উপাত্ত ভিত্তিক অভিযোগও বিবেচনায় নিচ্ছে না!

সম্প্রতি বিএনপির বিদেশবিষয়ক ফরেইন অ্যাফেয়ার্স কমিটি নতুন করে পুনর্গঠন করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে টিম লিডার করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক কূটনীতিক রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন চৌধুরী, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদ, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নী, মীর হেলাল, তাবিথ আউয়াল, জেবা খান প্রমুখ উপস্থিত ছিলেন।