মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে গবাধি পশুসহ ৮টি বসতঘর পুড়ে ছাঁই ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লক্ষ টাকা

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১১ ফেব্রুয়ারী, ২০২০
অগ্নিকাণ্ডে গবাধি পশুসহ ৮টি বসতঘর পুড়ে ছাঁই ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লক্ষ টাকা

মোঃ‌লিটন মাহমুদ , মুন্সিগঞ্জ প্রতিনিধিঃমুন্সিগঞ্জ সদর উপজেলার চড় কেওয়ার ইউনিয়নের হোগলা কান্দি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হোগলা কান্দি পশিচমপাড়া এলাকার খোরশেদ ফকিরের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে খোরশেদ ফকিরের ৫ সন্তানের ৮টি বসতঘর, ৩টি গরু জরুরী কাগজপত্র ও নগদ টাকাসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে,ততক্ষনে ৫টি বসতঘর, ৩টি ঘোয়ালঘর ও ৩টি গরু আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।  এছাড়া আয়নাল ফকিরের মেয়ে এলাম অগ্নিদগ্ধে আহত হয়।  

স্থানীয় চড় কেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন গাজী জানান,আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই,এবং সাথে সথে জেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কে জানানো হয়। আমি তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ হাজার টাকা দিয়ে  আর্থিক সহযোগিতা করি। এছাড়া তিনি আরও জানান, আমাদের ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ্য থেকে ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি।