শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ কোন ধরনের সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে শ্রীনগরের বিভিন্ন বিদ্যাালয় গুলোতে এসএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ ক্লাস ও অকৃতকার্য পরিক্ষার্থীদের পরিক্ষায় অংশ গ্রহনের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরেজমিনে জানাযায়, উপজেলার কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয় প্রথম ধাপে এসএসসি ফরম পূরনে ডিসেম্বর মাসের বেতনসহ পরিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ২শত টাকা করে নেওয়া হয়। পরবর্তিতে বিশেষ ক্লাসের নাম করে নেওয়া হয় আরো অতিরিক্ত ৩ হাজার টাকা। দুই ধাপে পরিক্ষার্থীদের কাছ থেকে সর্বমোট ৫ হাজার ২ শ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিভাবকেরা জানায়। বিশেষ ক্লাসের নামে পরিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করায় পরিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিমলানন্দ বসুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ফরম পূরনের পরে বিশেষ ক্লাস ও বিদ্যালয়ের উন্নয়নসহ বিবিধ খরচ বাবদ পরিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এছারা আলহাজ¦ কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে প্রতিটি পরিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরন ও বিশেষ ক্লাসের নামে নেওয়া হয়েছে ৬ হাজার টাকা করে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরিক্ষার্থীর অবিভাবক অভিযোগ করে বলেন, টেষ্ট পরিক্ষায় ২/৩ বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এসএসসি পরিক্ষায় অংশ গ্রহনের সুযোগ করে দেওয়া জন্য স্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়। দরিদ্র পরিবারের অভিভাবক সন্তানকে পরিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য অতিকষ্টে এ টাকা যোগার করে দিতে বাধ্য হয়। এ বিষয়ে আলহাজ¦ কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফরম পূরনে ১৮৫০ টাকার বেশী কোন অর্থ আদায় করা হয়নি। অকৃত কার্য পরিক্ষার্থীদের অংশ গ্রহন বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মতেই হয়েছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত অর্থ আদায়ের ব্যপারে এখনও কেউ কোন লিখিত অভিযোগ করেনি। কেউ লিখিত অভিযোগ করলে সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।