কবি মোঃ ফিরোজ খানের সচেতনতা

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০
কবি মোঃ ফিরোজ খানের সচেতনতা

সচেতনতা

 

জীবনের বাঁকে বাঁকে চলতে গিয়ে অনেকেই

বিভিন্ন রকমের ঝামেলায় পরতে হয়ে থাকে

এর পিছনে তাকিয়ে দেখলে বোঝা যাবে যে

শুধুমাত্র সচেতনতার অভাবেই মূল কারণ।

-

আমরা বুঝেও না বোঝার ভান করে পথ চলি

কখনও পরিকল্পনা মতো কোনো কিছু করিনা

বেপরোয়া ভাবে জীবন সাজাতে চাই সবসময়

তখনই অপূর্ণতা দেখা যায় জীবনের মাঝে।

-

সঠিকভাবে সঠিক চিন্তা করিনা জীবনের পথে

তাড়াহুড়া করে সবকিছু করতে চাই অল্প সময়ে

যার ফলাফল সঠিকভাবে মেলাতে পারিনা

তাইতো আজীবন হা-হা কারে কাটে দিন রাত।

-

জীবনের পথে তিনটি দিকনির্দেশনা মানতে হয়

সততা,ধৈর্য্য ও পরিশ্রমের প্রতি মূল‍্যায়ন করে

এই দিকনির্দেশনা মানুষকে সঠিক পথ দেখায়

জীবন পরিচালনায় সচেতনতা সত্যিই অতুলনীয়।