কবি মোঃ ফিরোজ খানের শীতের ভালোবাসা

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০
কবি মোঃ ফিরোজ খানের শীতের ভালোবাসা

শীতের ভালোবাসা

 

হঠাৎই মন চাইছে ছুটে যাবো শীতের দেশে

কোথায় যাবো শীতে বুঝতে পারছিনা?

মন চাইছে হারিয়ে যাবো শহর থেকে গ্ৰামে

চিন্তা-ভাবনার ফলাফল সহজে পেলাম।

-

ছোট ভাইয়ের ফোন পেয়ে মন ভরে উঠল

ফোন রিসিভ করতেই শুনলাম ভাইয়া!

সময় হলে দুদিনের জন্য বরিশাল যাবেন?

খুশীতে অন্য রকম!হ‍্যা ভাই দেশে যাবো।

-

অবশ্যই ভাই আমি মায়ের কাছে যাবো

কথামতোই ছুটে চললাম সদরঘাটের পথে 

ফারহান লঞ্চে আগে কেবিন নেওয়া ছিলো

সময় মতো গিয়ে পৌঁছালাম সদরঘাট।

-

কখন লঞ্চ ছাড়বে অস্থির হয়ে গেলো মন

সেই অনেক দিন আগে গ্ৰামে গিয়েছিলাম

বহু বছর পরে যাবো সন্ধ্যা নদীর পারে

কুয়াশায় ঘেরা ছোট্ট ঘরগুলো দেখবো।

-

খেজুর গাছের রস খাবো মন দিশেহারা

রসের হাড়ি চুপিচুপি খুলবো গভীর রাতে

মন ভরে গেলো শীতের ভালোবাসা পেয়ে

শীতের ভালোবাসা সব কষ্টকে মুছে দিল।