শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বরযাত্রীতে গিয়ে রাস্তা মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন সিরাজদিখান উপজেলার কোলা এলাকার গোলাম হোসেন সুমন (২৫) এক যুবক। গত শুক্রবার বিকালে শ্রীনগর-মুন্সিগঞ্জ সড়কের আটপাড়া বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সিরাজদিখান থেকে সুমন ও তার বন্ধু ইমরান (২৪) একটি মোটর সাইকেলে করে বরযাত্রীর সাথে রওনা দেয়। শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক সুমন নিহত হয়। এ সময় মোটরসাইকেল অপর আরোহী ইমরান গুরুতর আহত হন। অপর মটরসাইকেলে থাকা তার বন্ধু সাগর /চমক তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমনের মৃত্যু ঘোষনা করেন। অন্যদিকে আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সূত্রে জানাযায়। নিহত গোলাম হোসেন সমুন সিরাজদিখান উপজেলার কোলা গ্রামের আলাউদ্দিন মীরের পুত্র। আহত ইমরান শ্রীরগর উপজেলার বেলতলী গ্রামের মৃত মো. দুলালের পুত্র।বরযাত্রী সূত্রে জানাযায়, সিরাজদিখানের গরীপুরা গ্রামের মো. সোরহাবের পুত্র মো. রুবেল শেখের সাথে শ্রীনগরের কুকুটিয়া এলাকার মুসলিমপাড়া গ্রামের মো. বাবুল সরদারের কন্যা শান্তার সাথে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা পাকা হয়। শুক্রবার ওই বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীর সাথে গোলাম হোসেন সুমনও কনের বাড়ীতে যাচ্ছিলেন। অনাকাক্ষিত মোটর সাইকেল দুর্ঘটনায় সুমনের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।