তন্তর বাজারে মাছ মাংসের সেড দখল করে সার ও ডেকোরেটর ব্যবসা

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯
তন্তর বাজারে মাছ মাংসের সেড দখল করে সার ও ডেকোরেটর ব্যবসা

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে তন্তর বাজারে সরকারের নির্মিত মাছ মাংসের সেড দখল করে সার, ডেকোরেটর ও কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এতে করে মাছ, মাংস ও সবজি বিক্রেতারা সেখানে বসতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। তারা এখন বাজার সংলগ্ন পাকা রাস্তায় বসে বিক্রি করছেন। প্রায় দুই বছর যাবত ওই সেডে মেসার্স মনির ট্রেডার্স, জননী ডেকোরেটর ও একটি কাপড়ের দোকান দিয়েছেন। অন্যদিকে বাজারে পাবলিক টয়েলেটের একটি কক্ষ দখল করে আরেক ডেকোরেটর ব্যবসায়ী তার ব্যবসায়ীক আসবাবপত্র রেখে তালাবদ্ধ করে রেখেছেন। এছাড়াও বাজারের উত্তর পাশের দোতলা ভবনের দোকানগুলোও অন্যদের দখলে রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, তন্তর বাজারে সরকারি বরাদ্দে মাছ, মাংস ও সবজির জন্য আলাদাভাবে তিনটি সেড তৈরী করা হয়েছে। একই সাথে নির্মাণ করা হয়েছে দোতলা ভবন ও পাবলিক টয়েলেট। মাংসের সেডটি দখল করে রেখেছেন বাজারের জননী ডেকোরেটর নামক ব্যবসায়ী আব্দুল। মাছের সেডটির পুরোটাই দখলে রেখেছের মেসার্স মনির ট্রেডার্সের মালিক মনির হোসেন। সেখানে তিনি কয়েক বছর যাবত সার ব্যবসার পাশাপশি একটি মুদি ও জামা কাপড়ের দোকান গড়ে তুলেছেন। বাজারের দক্ষিন পার্শ্বে পাবলিক টয়েলেট। সেখানে লক্ষ্য করা যায়, মহিলা টয়েলেটের ভিতরে অপর এক ডেকোরেটর ব্যবসায়ী আয়নাল বিভিন্ন আসবাবপত্র রেখে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে করে তার দখলেই রয়েছে টয়েলেটের অর্ধেকটা। বাকি পুরুষ টয়েলেট খোলে রাখা হয়েছে বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যবহারের জন্য। সেখানে প্রবেশ করে দেখাযায় পানির পাম্পটি নেই। কারণ হিসেবে জানাযায়, কিছুদিন আগে পানির মোটরটি চুরি হয়ে গেছে। স্থানীয়রা জানায়, সাবেক চেয়ারম্যান আলী আকবরের আমলে বাজারে এসব নির্মাণ করার সরকারি বরাদ্দ আসে। নির্মাণকাজের কয়েক বছর অতিবাহিত হলেও সরকারের লক্ষ্য সঠিকভাবে তা বাস্তবায়িত হচ্ছেনা। যে যারমত দখল করে রেখেছেন সেডগুলো।
সার ব্যবসায়ী মনির হোসেনের কাছে জানতে চাইলে সাবেক ইউএনও’র বরাত দিয়ে তিনি বলেন, আমাকে মৌখিকভাবে সার ব্যবসা করার জন্য অনুমোতি দিয়েছিলেন। সংশ্লিষ্ট কতিৃপক্ষকে কোনও ভাড়া প্রদান করতে হয় কিনা এমন প্রশ্নের জবাবে কোনও প্রকার ভাড়া তার দিতে হয়না জানান তিনি। তিনি  বলেন, সেড নির্মাণের আগেও এখানে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। অন্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। 
তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা গায়ের জোড়ে সেড দখল করে রেখেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারকে বিষয়টি জানানলে তিনি বলেন এ বিষয়ে আমি অবগত নই। তবে হাট বাজারের নীতি মালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।