সঞ্চয়

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৯
মোঃ ফিরোজ খান

জীবনে অনেক কিছু পেয়েছি অল্প সময়ে অনেক কষ্টের মাঝে জীবন গঠন করেছি

বাস্তবতায় জীবনের জয়-পরাজয় দেখেছি

জীবনের জন্য সঞ্চয় জমা রাখিনি।

-

তবুও অনেক ভালো আছি অন‍্যের চেয়ে

আল্লাহর রহমতে অনেক ভালো আছি

সুখ দুখের জীবনকে উপলভ্য করেছি

কষ্টের পরে সুখের দেখা পেয়েছিলাম।

-

নিজেকে পরিশ্রমের মাধ্যমে সফল করেছি

রাখতে পারিনি জীবনের সুখের জীবনকে

নিজেকে হারিয়ে কিংবা গুটিয়ে ফেলিনি

বুঝতে পেরেছি জোয়ার-ভাটার পরিবর্তন।

-

দিনের শেষে রাত প্রকৃতির নিয়মে চলছে

নিজেকে মানিয়ে নিয়েছি দুখের মাঝে

কেননা জীবন এক নিয়মে চলতে পারেনা

কেবলমাত্র সুখ হলেই চলবে না জীবন।

-

অনেকেই আছে অনাহারে অবহেলিত 

জীবনে অবশ্যই সুখের প্রয়োজন আছে

তারাও আল্লাহর সৃষ্টির সেরা মানবজাতি

জীবন শুধুমাত্র কষ্টে কাটতে পারনা।

-

জীবনে অনেক কিছু পেয়েছি অল্প সময়ে

আমার জীবনে ছিল অনেক বড় পাওয়া

যতদিন জীবনে সুখ লেখা ছিলো পেয়েছি

তাই ভালো আছি কোনো সঞ্চয় ছাড়াই।

-

একদিন  আবারফিরে পাবো সুখের জীবন

সবসময় জোয়ার কিংবা ভাটা থাকে না

পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে থাকে দুনিয়া

অপেক্ষায় আছি দুখের পরে সুখ আসবে।

-

কষ্ট পাইনা এখন কারো অবহেলার কারণে

সবাইসবকিছু বুঝতে পারেনা এবং মানেনা

তাইতো সবার জীবন এক রকমের হয়না

সবাই সবাইকে সঠিক মূল‍্যায়ন করেনা।

-

জীবন চালনায় ভবিষ্যতের জন্য ভাবে না

চাহিদা মিটিয়ে সঞ্চয় করতে পারে না

জীবন থেমে নেই চলছে আল্লাহর নিয়মে

জীবন চলবে সঞ্চয় বিণা আল্লাহর হুকুমে।