শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে সড়ক ও জনপথের একটি রাস্তায় পল্লী বিদ্যুৎতের খুঁটি অপসারণ না করেই সড়কের সংস্কার কাজ চলছে! মুন্সিগঞ্জ-শ্রীনগর সড়কের শ্রীনগর চক বাজার থেকে ঢাকা-মাওয়া মহা সড়কের ছনবাড়ি চৌরাস্তা পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তায় প্রায় ৪-৫টি খুঁটি দেখতে পাওয়া গেছে। স ও জ অফিস বলছে পল্লী বিদ্যুৎতে বার বার বলার পরেও তারা খুঁটি অপসারণ করেননি। অন্যদিকে পল্লী বিদ্যুৎ বলছে তাদের কাজ চলমান রয়েছে। তবে কাঁদা ছুড়াছুড়ি যাইহোক খোরাখুরি করে সড়কটি প্রায় ২ মাস যাবত পিচ ঢালাইয়ের জন্য অপেক্ষায় ছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে সড়কে ঢালাইয়ের কাজ করতে দেখা গেছে।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে রাস্তার কয়েকটি খুঁটি সড়ালেও। বাকি খুঁটিগুলো সড়ানো হয়নি। তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তায় পল্লী বিদ্যুৎতের খুঁটি থাকাটা খুবই বিপদজনক। যে কোনও সময়ে রাস্তায় চলাচলরত যানবাহন বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে। সড়কে বিদ্যুৎ খুঁটি রেখে মৃত্যুর ফাঁদ পাতা হয়েছে বলে মনে করছেন তারা।
সড়ক ও জনপথের উপ বিভাগীয় ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. সৈয়দ আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পল্লী বিদ্যুৎতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার বলা হলেও তারা কাজ শেষ করেননি। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির টেকনিক্যাল ডিজিএম পংঙ্গজ চক্রবর্তী কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাজ চলমান আছে।