শ্রীনগরে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করার দায়ে জরিমানা

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯
অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করার দায়ে জরিমানা

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করার দায়ে দোকানীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার হঠাৎ লবণের দাম বৃদ্ধি গুজব ছড়িয়ে পড়লে মূহুত্বের মধ্যে শ্রীনগর বাজারসহ স্থানীয় বিভিন্ন হাট বাজারে মানুষের লবণ কেনার হিরিক পড়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে দোকানীরা প্রতি কেজি লবণ ৮০-১০০ টাকা দরে বিক্রি করতে থাকেন। লক্ষ্য করা গেছে, বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাট, চায়ের দোকান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানুষের মুখে মুখে শুধুই লবণের দাম বিদ্ধির প্রসঙ্গ।  
এদিকে বাজারে দোকানীরা লবণের দাম বাড়িয়ে বিক্রি করতে থাকে। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শ্রীনগর বাজারের মেসার্স আব্দুস সাত্তার ষ্টোরকে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানায়, ভ্রাম্যমাণ অভিযানের খবর পেয়ে দোকানীরা এই সুযোগকে কাজে লাগাতে পারেনি। তবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকা ভিত্তিক বাজার গুলোতে দোকানীরা প্রতি কেজি লবণ ৮০-১০০ টাকায় বিক্রি করেন। অনেক দোকানে মূহুত্বের মধ্যে সব লবণ বিক্রি হয়ে যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিগার সুলতানা জানান, গুজব ছড়িয়ে পড়লে অসাধু দোকানীরা এই সুযোগে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি শুরু করে। অভিযানে অধিকমূল্যে লবণ বিক্রি করার দায়ে এক দোকানীকে আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও বাজারের অন্যান্য দোকানীদের সতর্ক করা হয়েছে। বাজারে প্রর্যাপ্ত লবণের মজুদ রয়েছে।