মানুষ

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৯
~ জিয়াসমিন আক্তার

খেয়ালী সময়ের আলনায়
     স্মৃতিরা এলোমেলো ঝুলে দোল খায়
জীবন নদী উজান ভাটিতে বহমান 
        নিয়ত ভাঙনের গান গায়!
 
বয়স বাড়ে অনুভবের কুঁজো আবেগ হাঁটে ধীর পায়
কে কাকে কতটা কষ্ট দিলো সে রুপকথা
              বোনা নকশী  কাঁথায়!
 
          সবাই নানা অভিযোগে 
     রাগ গলিয়ে বৃথা অভিমান বানায়
         আমি এইখানে একা হাসি
        হৃদয়ের তাকে ব্যথা সাজাই!
 
ঐ পথেই সবটা পড়ে আছে যে পথের সন্ধান নাই
 অথচ কি হবার কথা ছিলো ভেবে
           মুখ লুকায় রাত লজ্জায়!
 
            দীর্ঘশ্বাসের ছোট আর্তি,
     মানুষ ফানুস উৎসবে কেবল ভুল উড়ায়
                   আর হাতড়ায়!