মুন্সীগঞ্জের রামপালে কলা চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০২ অক্টোবর, ২০১৯
ছবি : যুগের কন্ঠ

রুবেল মাদবর: মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের সদর উপজেলার ২০১৯-২০অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় রামপালে কলা প্রদর্শনী চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ ও সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রামপাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিস উজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হাসান, রামপাল ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু শেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হাবিবুর রহমান। অনুষ্ঠানে ২০জন কলা চাষীর মাঝে  ৫শতাংশ জমির জন্য ৫০টি করে কলা গাছের চারা, ২০কেজি ইউরিয়া, টিএসপি বিশ কেজি, এমওপি ৩০কেজি, জৈব সার ২৫০কেজি ও কিটনাশক সহ বিভিন্ন ধরনের ভিটামিন বিতরণ করা হয।  
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাচ্চু শেখ জানান, রামপালে কলা দেশ ব্যাপি খ্যাতি ছিলো একসময়। তবে সময়ের পরিবর্তনে সাথে সে ঐতিহ্যবাহী কলা চাষ দিনদিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ অবস্থায় ঐতিহ্যকে ধরে রাখতে ও চাষীদের উৎসাহ প্রদানের জন্য উপজেলা পরিষদের আয়োজনে কৃষি উপকরণ কর্মসূচি বিতরণ হলো। আশা করছি অচিরেই রামপালে কলা সুদিন ফিরে আসবে।