গজারিয়ায় ফুচকাওয়ালীর প্রতারণা

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫
গজারিয়ায় ফুচকাওয়ালীর প্রতারণা

গজারিয়ায় ফুচকাওয়ালীর প্রতারণা

শতাধিক মানুষের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে অবশেষে ধরা

গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ফুচকা বিক্রেতা পরিচয়ে প্রতারণার আশ্রয় নেওয়া এক নারী প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে পালানোর পর অবশেষে ধরা পড়েছেন।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে ওই নারী দাউদকান্দি থেকে এসে গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে বসবাস শুরু করেন এবং ফুচকার দোকান খোলেন। ধীরে ধীরে স্থানীয়দের সঙ্গে সখ্য গড়ে তুলে তিনি বিনিয়োগের প্রলোভন দেন।

বিনিয়োগের নিয়ম ছিল—প্রতি এক লাখ টাকার বিপরীতে প্রতি সপ্তাহে ১০ কেজি গরুর মাংস সুদ হিসেবে দেওয়া হবে। পরে তিনি এক লাখ টাকায় মাসে ৬০ হাজার টাকা পর্যন্ত মুনাফার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের আরও লোভী করে তোলেন। এতে শতাধিক মানুষ নিজেদের গহনা, জমি বিক্রি করে এবং ঋণ নিয়ে বিনিয়োগ করেন। ইউপি সদস্যসহ প্রভাবশালী অনেকেই এ ফাঁদে পড়েন। পালানোর আগে তিনি অনেকের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকও সংগ্রহ করেন।

রবিবার প্রায় ৩০-৪০ জন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী দাউদকান্দি গিয়ে তাকে ধরে নিয়ে আসেন। এ সময় দিনভর উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও ঘটে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এক লাখ টাকায় মাসে ৬০ হাজার টাকা সুদ কেউ কিভাবে দিতে পারে—এটা না ভেবেই সবাই লোভে অন্ধ হয়েছিল।”

উল্লেখ্য, আড়ালিয়া গ্রামে লোভের ফাঁদে জড়িয়ে অতীতে বিতর্কিত ঘটনাও ঘটেছে। চলতি বছরের এপ্রিল মাসে উদ্ধার হওয়া একটি বোমাকে গ্রামবাসী গুপ্তধন ভেবে ভাগাভাগির জন্য কমিটি পর্যন্ত গঠন করেছিল।