মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

গজারিয়া ও মিরকাদিম পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় সভাপতি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জে। রবিবার (১৪ সেপ্টেম্বর) শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মোহন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা ও সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

শুরুতেই জেলা কমিটির মাত্র ৩০ জন সদস্যের উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় সভাপতি। তিনি অভিযোগ করেন, জেলা কমিটির ১৭১ জন সদস্য থাকলেও অধিকাংশই সভায় অংশ নেননি, এমনকি বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকও অনুপস্থিত ছিলেন।

এ সময় এস এম জিলানী গজারিয়া উপজেলা ও মিরকাদিম পৌর কমিটিসহ শ্রীনগর, সিরাজদিখান, টঙ্গীবাড়ী, লৌহজং উপজেলার আটটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পাশাপাশি দ্রুত পুনর্গঠনের নির্দেশ দেন তিনি।

এছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন ঢালী একইসাথে মহাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায়, দ্বৈত পদে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে সদর উপজেলা কমিটিও বিলুপ্তের প্রক্রিয়ায় রয়েছে বলে জানান কেন্দ্রীয় সভাপতি। তিনি আরও জানান, কয়েক দিনের মধ্যেই সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা শক্তিশালী জেলা কমিটি গঠনের দাবি জানান। এ সময় এস এম জিলানী বলেন,
"দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে গঠনমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে।"

সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন।