শ্রীনগরে লিজকৃত জায়গা বিক্রি

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ৩১ জুলাই, ২০১৯
লিজকৃত জায়গা বিক্রির দলিল

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে লিজকৃত জায়গা বিক্রি করার অভিযোগ উঠেছে ষোলঘর এলাকার সাবেক ইউপি সদস্য তাহের আলী গংদের বিরুদ্ধে। ষোলঘর মৌজার এসএ দাগ নং- ১৯২৫, আরএস দাগ নং- ১৭৫৫ এর লিজকৃত ৮৬ শতাংশ জায়গার প্রায় সবই বিক্রি করে দিয়েছেন লিজের দখলদার। ওই জায়গা ক্রয়সূত্রে মালিক দাবি করে পাকা স্থাপনাসহ কাঠ টিনের ঘরবাড়ি তুলে বসবাস করছেন প্রায় ৬টি পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বসবাসকারী আব্দুল হামিদ, শহিদুল ইসলাম, মিরু আক্তার, মোঃ মামুন, দেলোয়ারসহ অনেকেই বলেন, সাবেক মেম্বার তাহের আলী ও তার ভাই তাছের আলী, কাশেম আলী, সায়েদ আলীদের কাছ থেকে শতাংশ প্রতি ১ লাখ টাকা করে জমি ক্রয় করার দাবি করেন তারা। এসময় বসবাসকারীরা তাদের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র আছে বলে লিখিত স্ট্যাম্প দেখান। এতে লক্ষ করা গেছে, তাহের গং লিজকৃত সম্পত্তি দখল স্বত্ত্বে লিখিত স্ট্যাম্পে কৌশলে পজিশন হস্তান্তর করেছেন । অন্যদিকে বসবাসকারী পরিবার গুলো টাকার বিনিময় জমি ক্রয় করার জোর দাবি করেন।  
এসময় তাহের আলী গংদের বিরুদ্ধে ব্যক্তি মালিকানা সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ করেন মোঃ ফিরোজ আলী নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করে বলেন, সায়েদ আলীর ছেলে মানিক (২৪) তাদের মালিকা সম্পত্তি দখলের পায়তারার লক্ষ্যে তাদের মালিকানা গাছ কর্তনের সময় বাধা প্রদান করে। পরে ফিরোজ ভূমি অফিসে জানানোর পর উপজেলা সার্বেয়ার অফিসার মোঃ মোসলেম উভয়ের সিমানা নির্ধারন করে দেন। তার পরেও মালিকানা সম্পত্তির গাছ কাটতে তাহের গং বাঁধা প্রদানসহ হুমকি ধমকি দিচ্ছে বলে ফিরোজ জানান। সাবেক ইউপি সদস্য তাহের আলীর কাছে এবিষয়ে জানতে চইলে লিজকৃত জমি বিক্রি করার বিষয়টি অস্বীকার করে  বলেন, আমার আত্মীয় স্বজনদের ওই জায়গায় থাকতে দিয়েছি। পার্শ্ববর্তী ফিরোজের গাছ কাটায় বাঁধা প্রদানের বিষয়ে তিনি অস্বীকার করে বলেন, তাদের গাছ তারা কাটবে আমাদের কোন সমস্যা নেই।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লিজকৃত জমি বিক্রি করার সত্যতা পাওয়া গেলে তাদের লিজ বাতিল করা হবে।