বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আবাহক কমিটির সভা দাঁড়াও উক্ত সভায় মুন্সিগঞ্জ জেলা ও ৬ উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়                         

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৭ আগস্ট, ২০২৪
Sangbad52

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আবাহক কমিটির সভা দাঁড়াও উক্ত সভায় মুন্সিগঞ্জ জেলা ও ৬ উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়                                                                         মোঃ সাখাওয়াত হোসেন মানিক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমানে নিজ বাসভবনে সভাকক্ষে পরিচালনা করেন মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জব্বার সবার শুরুতেই বৈষম্য ছাত্র আন্দোলনের অর্জিত বিজয়ের সময় যারা নিহত ও আহত হয়েছেন তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করেন পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ছাত্র আন্দোলনের আহত ও নিহতদের জন্য দোয়া করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধাদের বক্তব্য শুনে আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করেন আহবায়াক আএডভোকেট মজিবুর রহমান বলেন গত স্বৈরাচার সরকারের আমলে শুধু মুক্তিযুদ্ধাই না দেশের সব মানুষকেই অত্যাচার ও লাঞ্ছনা শিকার হইতে হইছে যে আওয়ামী লীগ করে সেই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ না করলে সে হয় রাজাকার এই ছিল তাদের নীতি এখন সময় এসেছে বঞ্চিত ও লাঞ্ছিত যত মুক্তিযোদ্ধা আছে বের করে তাদেরকে অন্তত মর্যাদার আসনে বসানো এটাই আমাদের কাম্য আরো উপস্থিত ছিলেন যুগ্ন আহাবায়াক বাবুল সরকার মুক্তিযোদ্ধা খালেক শিকদার মুক্তিযোদ্ধা সেলিম মোল্লা মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সদস্য সচিব মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জব্বার সম্মানিত সদস্য এডভোকেট তোতা মিয়া নজরুল ইসলাম বাচ্চু ফরহাদ ব্যাপারী আনোয়ার হোসেন ঢালী নুরুজ্জামান ঢালী হামিদ শেখ নাসির উদ্দিন আরো অন্যান্য মোহাম্মদ বাবুল মোহাম্মদ জাকির আনোয়ার হোসেন মোঃ ফারুক