এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৪ জুলাই, ২০২৪
Sangbad52

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

১২ জুলাই রোজ শুক্রবার বিকাল চারটায় ফার্মগেট আইপিএম হলে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সেচ্ছাসেবী তরুণ সংগঠক ও নেতৃত্বের গুণাবলী বিষয়ক প্রশিক্ষন কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর পরিচালনায় ও ভাইস চেয়ারম্যান লায়ন কাজী মোঃ খালেকুজ্জামান আমির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার,অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আবুল হাশেম ডেপুটি এটর্নি জেনারেল অব বাংলাদেশ।

 

এই সময় প্রধান অতিথির বক্তব্য অধ‍্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন, স্বেচ্ছাসেবীরা হলো দেশের উন্নয়ন সহযোগী তাই সবসময় তাদের কে সম্মান শ্রদ্ধা ও ভালবাসা দেখাতে হবে। তিনি আরও বলেন একজন স্বেচ্ছাসেবক হিসেবে তার জন্য প্রয়োজন মানবিক মন।

 

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার জলি,সুপারম‍্যাক্স হাসপাতাল এর ম‍্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ,এইচ আর জেনারেলষ্ট মোঃ মসিউর রহমান।

 

 এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স, প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, নারী নেত্রী শবনম পারভীন,মোঃ তানভীর আহম্মদ,প্রতিষ্টাতা পরিচালক আলোকিত রক্তদান ফাউন্ডেশন, মোছাঃ মাহী ইসলাম নুর প্রতিষ্টাতা পরিচালক স্টুডেন্ট ব্লাড ডোনার ফাউন্ডেশন ও বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন প্রতিষ্টানের পরিচালক ও সেচ্ছাসেবীসহ অনেক গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষন শেষে বিভিন্ন সামাজিক সংঘটন থেকে আগতদের সম্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট ও বই উপহার প্রদান করা হয়।