জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলাটি ডিবিতে হস্তান্তর চেয়ে পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১১ জুলাই, ২০২৪
Sangbad52

জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলাটি ডিবিতে হস্তান্তর চেয়ে পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের

 

 সুনামগঞ্জ প্রতিনিধি

 সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পল্লীতে এক নিরীহ ব্যাক্তিকে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়েরের পরও প্রধান আসামী আদালত থেকে জামিনে মুক্তি লাভ করলেও মূল পরিকল্পনাকারী আসামীদের পুলিশ গ্রেফতার না করায় গত ৩০ জুন মামলাটি ডিবিতে হস্তান্তর চেয়ে সিলেট রেঞ্জ এর ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবরে অভিযোগটি দায়ের করেন জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলার বাদি মোঃ রুবেল আহমদ।     

 

স্থানীয় সূত্রে জানা যায় গত ৩রা জুন ২০২৪ ইং তারিখে দিবাগত গভীর রাতে উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়নের মাকড়কোনা গ্রামের মোঃ আব্দুস শহীদের বসতঘরে তাকে হত্যার উদ্দেশ্যে একই গ্রামের নওশা মিয়ার ছেলে জাবেদ মিয়াসহ আরো ২/৩ জন অঞ্জাতনামা ব্যাক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে গভীর রাতে রান্নাঘরের পেছনে দরজার টিন কেটে ঘরে প্রবেশ করে মোঃ আব্দুস শহীদকে ঘুমন্ত অবস্থায় প্রাণে হত্যার উদ্দেশ্যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে তারা। এসময় আঃ শহীদের দুটি দাঁত ভেঙ্গে ও রড দিয়ে আঘাত করে ১টি পা ভেঙ্গে দেয় সন্ত্রাসী জাবেদ গংরা।  

 

খবর পেয়ে আঃ শহীদের স্বজনরা তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

 

এ ঘটনায় গত ৪ জুন ২০২৪ইং তারিখে আহত আঃ শহিদের ছেলে মো: রুবেল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় হামলাকারি মাকড়কোনা গ্রামের জাবেদ মিয়াসহ অঞ্জাতনামা আরো ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩,তারিখ-০৪/০৬/২০২৪ইং( জি,আর ৭৮/২০২৪ ইং)।

 

মামলার অভিযোগ সুত্রে জানা যায়, মামলা দায়েরের পর ১নং আসামী জাবেদ মিয়া আদালত থেকে জামিন লাভ করলেও এই হামলার ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ালেও পুলিশ বিষয়টি তদন্ত করলে জাবেদের সাথে হামলার ঘটনায় কে কে জড়িত ছিল পুলিশ নিশ্চয়ই খোঁেজ বের করতে পারে বলে বাদি পক্ষের লোকজন মনে করেন।  

এদিকে আদালত থেকে জামিন নিয়ে পুণরায় বাদীকে বিভিন্নভাবে হুমকিদামকী দিয়ে আসছে বলে অভিযোগ তাদের। আসামীদের হুমকির ঘটনাটি মামলার তদন্তকারী কর্মকর্তাকে বার বার অবগত করা হলে ও পুলিশ কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় গত ৩০জুন ২০২৪ইং তারিখে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবরে ঐ তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে ন্যায় বিচার পেতে অন্য কোন সংস্থার(ডিবি) তদন্তকারী কর্মকর্তা দিয়ে মামলাটি সুষ্টু ভাবে তদন্ত করার দাবী জানিয়ে পুলিশ সুপার বরাবরে আবেদন করেন আহত ব্যক্তির পরিবার। পুলিশ সুপার মামলা সুষ্ঠু তদন্ত করতে এবং অজ্ঞাত নামা জড়িত আসামীদের চিহ্নিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন এমনটি প্রত্যাশা করেন বাদী ও তার পরিবারের স্বজনরা। 

 

এ ব্যাপারে মামলার প্রধান আসামী মোঃ জাবেদ মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ থাকায় মতামত জানা সম্ভব হয়নি। 

 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ আমিনুল ইসলাম বলেন এই মামলাটি বর্তমানে ডিবিতে পাঠানো হয়েছে এবং মামলার বিষয়টি গোয়েন্দা সংস্থার (ডিবি)”র লোকজন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

 

সুনামগঞ্জ প্রতিনিধি