হজ্ব ও কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না  পৌঁছে এখলাস ও তাকওয়া ——— খতিব মুফতী রুহুল আমীন 

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৬ জুলাই, ২০২৪
Sangbad52

হজ্ব ও কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না 

পৌঁছে এখলাস ও তাকওয়া

——— খতিব মুফতী রুহুল আমীন 

 

এম. এম আতিকুর রহমান ঃ

 

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো পবিত্র হজ্জ। এই হজ্জ ও ঈদুল আজহা তথা কুরবানির মাস চলমান। ঈদুল আজহায় আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সওয়াবের কাজ হলো পশু কুরবানি। উত্তম আমল ও পন্থায় আমাদের হজ্জ উমরাহ এবং কুরবানি করতে হবে।  

 

আজ ১৪ জুন শুক্রবার জুমার খুতবা ও বয়ানে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন উপরোক্ত কথাগুলো বলেন।  

 

তিনি কুরআন ও হাদিসের আলোকে নীতি দীর্ঘ আলোচনায় মুসলিম জাতীয় পিতা হজরত ইব্রাহিম (আঃ) এবং হজরত ইসমাইল (আঃ) এঁর উপর আল্লাহর চরম পরীক্ষা ও ত্যাগ এবং কুরবানির অতুলনীয় ঘটনাবলী তুলে ধরেন। সাথে সাথে প্রয়োজনীয় মাসআলা মাসায়িল ও করনীয় সম্পর্কে আলোচনায় গুরুত্ব বিবেচিত হয়।