নরসিংদী জেলায় মা বীণাপাণি অমৃত সংঘ কর্তৃক মা বীণাপাণি শ্রীশ্রী রাঁধাকৃষ্ণ গীতা শিক্ষালয় উদ্বোধন হয়।

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ৩০ জুন, ২০২৪
Sangbad52

নরসিংদী জেলায় মা বীণাপাণি অমৃত সংঘ কর্তৃক মা বীণাপাণি শ্রীশ্রী রাঁধাকৃষ্ণ গীতা শিক্ষালয় উদ্বোধন হয়।

 

আজ ২৮শে জুন ২০২৪ইং মা বীণাপাণি অমৃত সংঘ কর্তৃক নরসিংদী জেলা রায়পুরা উপজেলায় সাউদপাড়া গ্রামে খুব সুন্দর আয়োজনের মাধ্যমে প্রাথমিক ভাবে ৩৩ জন শিক্ষার্থী নিয়ে শুভ উদ্বোধন হলো সাউদপাড়া মা বীণাপাণি শ্রীশ্রী রাঁধাকৃষ্ণ গীতা শিক্ষালয়।

উক্ত সুন্দর ও আনন্দময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলার বিভিন্ন নিঃস্বার্থ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিবপুর সনাতন সংঘ এর পরিচালক শ্রী কেশব চন্দ্র দে ও সদস্য শ্রী বিষ্ণুচরণ মন্ডল মহাশয় এবং শুভ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মা বীণাপাণি অমৃত সংঘ এর সম্মানিত চিকিৎসা বিষয়ক সম্পাদক শ্রী শুভ্র আচার্য্য সঞ্জয়,ধর্ম বিষয়ক সম্পাদক ও শিক্ষক শ্রী মাধব সূত্রধর,অর্থ বিষয়ক সম্পাদক শ্রী অজয় বিশ্বাস এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মা বীণাপাণি অমৃত সংঘ এর পরিচালক শ্রী পল্লব বিশ্বাস মহাশয়। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিদের আপ্যায়নে কোনো প্রকার ক্রুটি রাখেননি সাউদপাড়া গ্রামবাসী ও গ্রামবাসীদের পক্ষ থেকে শ্রী সূর্যকান্ত বর্মন এবং উক্ত গীতা স্কুলে শিক্ষক শ্রী শীতল চন্দ্র বর্মন। উক্ত গীতা স্কুলে শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠ ও যাবতীয় শিক্ষামূলক সামগ্রী ভগবানের কৃপায় ফ্রী প্রদান করা হবে। গীতা স্কুল, শিক্ষক শ্রী শীতল চন্দ্র বর্মন এবং সকল শিক্ষার্থীদের জন্য সবার নিকট আশীর্বাদ প্রার্থনা করছি জয় মা গীতা জয় মা বীণাপাণি

মা বীণাপাণি অমৃত সংঘ।