মুন্সীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ৩০ মে, ২০২৪
Sangbad52

মুন্সীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

মোঃ সাখাওয়াত হোসেন মানিক 

মুন্সীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয় আগামী ১লা জুন মুন্সীগঞ্জ জেলাতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: মো.মঞ্জুরুল আলমের সভাপতিত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভাতে মুন্সীগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবার মুন্সীগঞ্জে ৬-১১ মাস বয়সী ২৬ হাহাজর ৩৫৭জন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ১লাখ ৯১ হাজার ৯১৩জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় এই ক্যাম্পেইনের গুরুত্ব ও আহ্বান পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।