মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে আদালতের রায় অমান্য করে জমিতে ইউপি চেয়ারম্যান এর সাইনবোর্ড স্থাপন।  

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ৩১ মার্চ, ২০২৪
Sangbad52

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে আদালতের রায় অমান্য করে জমিতে ইউপি চেয়ারম্যান এর সাইনবোর্ড স্থাপন।   

 

নিজস্ব প্রতিবেদক:

 

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলাধীন বেত্কা চৌরাস্তা সংলগ্ন পশ্চিম দক্ষিণে কর্ণারে

আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও জোর পুর্বক বেত্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান শিকদার রিগ্যান গংরা নিম্ন তফসিল বর্নিত সম্পত্তিতে সাইনবোর্ড স্থাপন করেন।  

জানা যায় বেত্কা ইউনিয়নে অবস্থিত উত্তর বেত্কা মৌজায় সি.এস খতিয়ান নং ১১৩ এস.এ খতিয়ান নং ৭৬ আর.এস খতিয়ান নং ৬৬ দাগ নং ৬০৫,৬০৬,৬০৭ দীর্ঘ দিন যাবৎ মুন্সীগঞ্জ জেলা যুগ্ম জর্জ আদালতে মামলা চলমান

 মামলা নং ১১৩/২০২৩  

মুন্সীগঞ্জ জেলা যুগ্ম জর্জ আদালত এবং উক্ত সম্পত্তিতে ৮১/২০২৩ অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন।

নিষেধাজ্ঞা প্রদান করে উভয়ের মধ্যে নোটিশ জারি করেন।

 আদালতের সে নিষেধাজ্ঞা অমান্য করে 

 বিবাদী পক্ষ গত ২৫/০৩/ ২০২৪ খ্রিঃ রোকনুজ্জামান শিকদার রিগ্যান এর বাবা ইউসুফ শিকদার গংরা

নতুন করে সাইনবোর্ড স্থাপন করেন।  

বাদীপক্ষ আমির হোসেন মোল্লা গংরা বাধা দিতে গেলে উত্তেজনার সৃস্টি হয়।

এর আগেও নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদি পক্ষ দোকান ঘড় তুলতে গেলে টংগীবাড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং ঐ সময় পুলিশ এসে দোকানের কাজ বন্ধ করে দেন।  

আমির হোসেন মোল্লা গংরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় নিকটস্থ থানাকে অবহিত করলে, দায়িত্ব প্রাপ্ত পুলিশ এসে সাইনবোর্ড স্থাপনের ঘটনা জানতে পেরে বিবাদি পক্ষকে সরাতে বললে এখনো সাইনবোর্ড সরায়নি।

সরেজমিনে গিয়ে জানা যায় এই সাইনবোর্ডকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে,যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।

আমির হোসেন মোল্লা গংরা বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল  

আদালতের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই সম্পত্তির জন্য কারো প্রাণনাশ না হয় এবং 

চূড়ান্ত দেওয়ানি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোর পূর্বক কোন সাইনবোর্ড বা দোকার ঘড় স্থাপন করতে না পারে।