মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদেরকে

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩
Sangbad52

মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদেরকে

মোঃ সাখাওয়াত হোসেন মানিক 

আজ মঙ্গলবার মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদেরকে। জেলায় এবার ২ লাখ ৪৮৯০ জন শিশুকে এর লক্ষমাত্রার আওতায় আনা হয়েছে। এ বিষয়টি বাস্তবায়নে রয়েছে জেলার সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মীরা।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ অর্থ বছরে আজ মঙ্গলবার ১২ ডিসেম্বর জেলায় ২ লাখ ৪হাজার ৮৯০জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর আওতায় প্রথম পর্যায়ে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৬৭৫জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। আর দ্বিতীয় পর্যায়ে ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৮ হাজার ২১৫ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।   

সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ আরিফুর রহমান জানান, এবারের ক্যাম্পেইন বাস্তবায়নে জেলায় ১৬০৬টি অস্থায়ী, ৬টি স্থায়ী ও ২৩টি ভ্রাম্যমাণ এ ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদেরকে। এ কাজে ৩২৭০জন স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে। মোট ১৬৩৫টি কেন্দ্রে তদারকিতে প্রথম সাঁড়ির ১৫০জন স্বাস্থ্য সহকারীরা দায়িত্ব পালন করবেন। এখানে এ কাজের সাথে আরো যারা দায়িত্ব পালন করবেন তারা হচেছ্ন ২২১জন পরিবার ক্যালাণ সহকারী এবং ১১৭জন সিএইচসিপি।

সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন বাস্তবায়নে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।