মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৩
Sangbad52

মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে স্বামী নাদিমের হাতে স্ত্রী রোমানা খুন হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার রাত ১টার দিকে বাঘাইকান্দিতে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ নাদিমের মা নাছিমা ও বোন সানজিদাকে গ্রেফতার করেছে। তবে নাদিমকে এখনো পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি বলে মৃত রোমানার পরিবার থেকে দাবি করা হয়েছে। রোমানার মৃত্যুর ঘটনার পরপরই নাদিম গ্রাম থেকে পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে। তবে পুলিশ নাদিমকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে। নাদিমের শশুর বাড়ি একই গ্রামে।

নাদিমের দুই বছর বয়সি ছেলে রাফসানের জন্ম দিনে দাদি ও দাদাকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এখানে এ খুনের ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার দিন নাদিমের শশুরবাড়িতে রোমানা রাফসানার দুই বছরের পূর্তি জন্ম দিন পালন করেন। এই জন্ম দিনকে কেন্দ্র করে গৃহবধু রোমানার মৃত্যুর ঘটনা ঘটে সেখানে। 

জানা যায়, গত তিন বছর আগে পারিবারিকভাবে নাদিমের সাথে রোমানার বিয়ে হয়। ঘটনার রাতে রোমানার বাপের বাড়িতে রাফসানের জন্ম দিন পালন করা হয়। এ জন্ম দিনের দাওয়াত নাদিমের বাবা ও মাকে না দেওয়াকে কেন্দ্র তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে নাদিম রাফসানাকে তার বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে রোমানা রাফসানাকে ছাড়া ঘুম না আসায় প্রথমে তার ছোট ভাইকে পাঠায় তাকে নিয়ে আসার জন্য। কিন্তু তাকে নিয়ে তার ভাই না আসায় রাতেই সে আবার নাদিমের বাড়ি অথ্যাৎ শশুর বাড়িতে যান। এসময় নাদিম রোমানাকে জোর করে তার ঘরে নিয়ে যায়। এর এক পর্যায়ে সে রোমানাকে শিকল দিয়ে বেধে ফেলে বলে রোমানার পরিবারের সূত্র থেকে দাবি করা হয়। তারপর ঘরে থাকা কোরবাণীর ছুড়ি দিয়ে তার গলা কেটে ফেলে নাদিম। পরে এ ঘটনাটি গ্রামে জানা জানি হলে রোমানার আত্নীয় স্বজনরা ঐ রাতের তিনটার দিকে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রোমানাকে মৃত ঘোষণা করে। 

এদিকে এ ঘটনায় রোমানার মা নাছিমা বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় আট জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। যার মামলার হচ্ছে নং ১৬।

মুন্সীগঞ্জ সদর থানার এস আই মাইনুদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরেই এখানে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকিদেরকে ধরার চেষ্ঠা চলছে।